#

ডিজিটাল তো হতেই হবে। শুরু নাহয় আজই হোক

এখনো পুরোনো পদ্ধতিতে চলছে সব! আলমারি ভর্তি কাগজপত্রে! এটেন্ডেন্স নিতে ক্লাসে সময় শেষ! নাকি কর্মী পরিচালনা, অর্থের অধিক ব্যবহার, বেতন দেয়া/নেয়ার নিয়ে ভোগান্তী! এসবই আপনি করতে পারেন ডিজিটাল উপায়ে একসাথে এক ছাদের নিচে, সেই সাথে শিক্ষক, বাবা-মা ও পারবে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে। এখন সাশ্রয়ী ও সময়ের মধ্যে সব হবে ঘরে বসে আপনার হাতের মুঠোয়।

#

শিক্ষা পরিচালনা হোক সহজভাবে

স্কুল,কলেজ, মাদ্রাসা বা যেকোনো একাডেমিক কার্যক্রম দ্রুত এবং দক্ষতার সাথে ডিজিটাল উপায়ে পরিচালনার জন্য আপনার সাথে রয়েছে Edufy

কোর ফিচারগুলো

মূল মডিউলগুলির পাশে, প্রতিষ্ঠানের প্রতিটি কার্যকলাপ সংগঠিত করার জন্য এবং প্রতিষ্ঠান পরিচালনাকে সহজ করার জন্য আরও অনেক মডিউল এবং বৈশিষ্ট্য রয়েছে। Edufy আপনার স্কুলের সমস্ত দিক পরিচালনা সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে। যা ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেসের সাথে, আপনাকে রিয়েল টাইমে পরিবর্তন করতে এবং এমনকি ভবিষ্যতের রেফারেন্সের জন্য ব্যবহার করা যেতে পারে এমন সব সুবিধা প্রদান করতে পারে।

#

ভর্তি গ্রহণ

প্রতিটি প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম একটি ভোগান্তির কাজ, শত কাগজপত্র আর অগণিত সময় ব্যয় এর পরে পরেও তথ্য হারিয়ে যাবে বা ভুল হবার সংশয় থাকে।... এই সমস্যার খুব সহজেই সমাধান পেতে পারি Edufy সফটওয়্যার দিয়ে, এই মাধ্যমে ভর্তি কার্যক্রম হবে স্বয়ংক্রিয় ভাবে যা একদিকে আমাদের সময় বাঁচাবে, পরিশ্রম কমাবে এবং নির্ভুল ভাবে ভর্তিগ্রহন সম্পর্ণ করা যাবে।

#

শিক্ষার্থী পরিচালনা

একটি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর তথ্য এবং তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ, শ্রেণী কার্যক্রম সহ সবকিছু হাতেকলমের সংগ্রহন করা এবং লিপিবদ্ধ রাখা সহজ কাজ নয়। ... এই সবকিছু এখন Edufy-তে যেখানেই নির্ভুল ভাবে এসব সুরক্ষিত ভাবে সংরক্ষন এবং মুহূর্তের মধ্যে পর্যবেক্ষণ করা যায় যখন যেখানে প্রয়োজন।

#

উপস্থিতি গ্রহণ

শিক্ষার্থীদের উপস্থিতি গ্রহণ একটি নিয়মিত প্রক্রিয়া এবং শ্রেণী শিক্ষক এই উপস্থিতি গ্রহণ ও সংরক্ষন করেন। এই প্রক্রিয়ার মাঝে ক্লাসের অনেকটা সময় নষ্ট হয়ে যায় ... এবং ভুল হবার সম্ভাবনা থাকে। কিন্তু Edufy সফটওয়্যার দিয়ে খুব সহজেই উপস্থিতি গ্রহণ ও পর্যবেক্ষণ করা যায়, সেই সাথে অভিভাবক এবং প্রতিষ্ঠান এই বিষয়ে অবগত থাকেন।

#

একাডেমিক কার্যক্রম

বিভিন্ন একাডেমিক ক্রিয়াকলাপ বজায় রাখার জন্য স্কুলগুলিকে অতিরিক্ত কর্মী নিয়োগ দিতে হয়। হাতেকলমে করার কারণে কাজ করতে সময় নষ্ট হয় এবং ভুল হবার সম্ভাবনাও থাকে ... এবং অনেক ক্ষেত্রে নিরাপদ হয়না। এখন Edufy এর মাধ্যমে সকল একাডেমিক কাজ যায় খুব সহজে। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাগজবিহীন একাডেমিক কার্যক্রম পরিচালনা করা যায় সম্পূর্ণ নিরাপদ উপায়ে।

#

ডিজিটাল ফি গ্রহণ

Edufy সফটওয়্যার দিয়ে খুব সহজেই ঘরে বসে ফি গ্রহণ এবং বেতন প্রদান সংক্রান্ত সকল কাজ করা যায়। সেই সাথে স্কুল ফি ... এবং অন্যান্য অর্থপ্রদানের ট্র্যাক রাখা যায়। এমনকি কোনো শিক্ষার্থীর ফি প্রদানের জন্য বকেয়া থাকে তাহলে মেসেজ পাঠানো যায়।

#

পরীক্ষা এবং রেজাল্ট প্রক্রিয়া

বর্তমানের পরীক্ষা পদ্ধতিতে যেসব সমস্যার সম্মুখিন হতে হয়, সেসব সমাধান করার পাশাপাশি সম্পূর্ন প্রক্রিয়াটি আরো স্মার্ট ভাবে সম্পন্ন করার সুযোগ দিচ্ছে Edufy। ... পরীক্ষার রুটিন থেকে শুরু করে আসন বিন্যাস, বিভিন্ন ভাগে পরীক্ষা নেওয়া, খাতা মলূ্যায়ন ও নম্বর প্রদান, মার্কশীট তৈরি, রেজাল্ট দেওয়া পর্যন্ত প্রতিটা ধাপ খুব স্বচ্ছতার সাথে পরিচালনা করা যাবে।

#

শিক্ষক ও কর্মচারী পরিচালনা

একটি প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, এবং তাদের রেকর্ড পরিচালনা একটি নিত্য প্রয়োজনীয় কাজ। Edufy আপনাকে তাদের উপস্থিতি, পারফরম্যান্স এবং এমনকি যোগাযোগের ও জন্ম তারিখ ইত্যাদির ... মতো ব্যক্তিগত তথ্যের ট্র্যাক রাখতে আরো সহজ এবং ডিজিটাল উপায় সাহায্য করে। এছাড়াও আপনি প্রতিটি শিক্ষক ও কর্মচারী রেকর্ড সংক্রান্ত রিপোর্ট তৈরী করতে পারেন।

#

বেতন দেয়া

একটি শিক্ষা প্ৰতিষ্ঠানের দ্বারা করা সমস্ত আর্থিক লেনদেনের ট্র্যাক রাখা অপরিহার্য। এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার কর্মচারীদের ... বেতন প্রদান ও রেকর্ড রাখতে পারেন এবং নিশ্চিত করতে পারেন যে তারা সময়মতো তাদের বেতন পেয়েছেন।

#

অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট

Edufy সফ্টওয়্যারটি আপনাকে স্কুলের অ্যাকাউন্টগুলি পরিচালনা করতে সহায়তা করে। এটি আপনাকে অভিভাবক এবং শিক্ষার্থীদের দ্বারা করা সমস্ত অর্থপ্রদানের পাশাপাশি যে কোনও পরিষেবার জন্য চার্জ করা যে কোনও ফি এর উপর নজর রাখা যায়, ... স্কুলের খরচের একটি ট্রেস রাখতে এবং আপনার অ্যাকাউন্টে কত টাকা বাকি আছে জানা যায়। এছাড়াও সমস্ত আয় এবং ব্যয় গণনা করার জন্য একটি গতিশীল অ্যাকাউন্টিং ব্যবস্থা সরবরাহ করে।

#

ইনভেন্টরি ম্যানেজমেন্ট

Edufy স্কুলগুলিকে ইনভেন্টরি ম্যানেজমেন্টের রিয়েল-টাইম রিপোর্ট দেয়। শিক্ষকদের জন্য রিপোর্ট স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় যাতে তারা ইনভেন্টরি অগ্রগতি নিরীক্ষণ করতে ... পারে। ফলস্বরূপ, শিক্ষকরা বিদ্যালয়ের সম্পদের প্রয়োজনীয়তা সনাক্ত করতে পারেন এবং অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন।

#

ছাত্র এবং শিক্ষক অ্যাপ

আপনার প্রতিষ্ঠানের সাথে যুক্ত সকলের সাথে সার্বক্ষণিক সংযুক্ত থাকতে Edufy সফ্টওয়্যারের iOS / Android মোবাইল অ্যাপ ব্যবহার করুন। ... যা আপনার প্রতিষ্ঠানের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রাখতে সহায়তা করবে।

#

পেমেন্ট এবং SMS নোটিফিকেশন

Edufy SMS প্রদান করে যাতে আপনি গুরুত্বপূর্ণ তথ্যের জন্য SMS পাঠাতে পারেন। স্কুলের কর্মকান্ড সম্পর্কে অভিভাবকদের সচেতনতা নিশ্চিত করতে. ... এই বৈশিষ্ট্যটি খুবই কার্যকর, যার মাধ্যমে অভিভাবকরা তাদের বাড়ি থেকেই স্কুলের কার্যক্রম সম্পর্কে সচেতন হতে পারেন।

কেন Edufy আলাদা?

আমরা যখন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কথা বলি তখন আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা বেস্ট কোয়ালিটি সিস্টেমটি নিতে পারি এমনি তা যেন আমাকে আমার একাডেমিক নিয়ে দুঃশ্চিন্তা দূর করে। কারণ আমি যদি এমন কাউকে আমার স্কুল পরিচালনার জন্য নিই যে ভবিষতে থাকবে কিনা সে বিষয়ে আমি অবগত নই অথবা সার্ভিস নেয়ার পরে আমাকে আমার মতো করে কাস্টমাইজড করার সুবিধা দিচ্ছে না তাহলে আমার স্কুলের ফান্ড নষ্ট হবে। বর্তমানে যাচাই বাছাই ছাড়া কিছু ক্রয় করা মানে সময় এবং অর্থ দুই'ই নষ্ট। Edufy এখানে আপনাকে ভিন্ন অভিজ্ঞতা দেয়, আমরা আপনাকে প্রতিনিয়ত আপনার চাহিদা অনুযায়ী কাস্টমাইজড করার সুবিধা দিচ্ছি, সাথে থাকছে ১মাস ফ্রি ব্যবহার এর সুযোগ যা আপনাকে আমাদের সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে সাহায্য করবে এবং প্রশিক্ষণের মাধ্যমে আপনাকে ব্যবহারবিধি সম্পর্কে ধারণা দিবে, তাছাড়া সার্বক্ষণিক সাপোর্ট টিম রয়েছে যারা যেকোনো সমস্যা বা প্রয়োজনে আপনার সাহায্য করবে। আমাদের চাই আপনার স্কুলের উন্নতিকরনের সঙ্গী হতে, প্রতিযোগিতার সময়ে যেন আপনি পিছিনে না পড়েন তার সহযোগিতা করতে, আপনাকে যেন ভিন্ন ভিন্ন কাজ এর জন্য আলাদা ভাবে কোথাও যেতে না হয় এবং আপনার সকল ধরণের চাহিদাগুলোকে পূরণ করার সক্ষমতা যেন থাকে। স্কুলগুলোকে ডিজিটালাইজ করার জন্য আমরা প্রতি নিয়ত কাজ করে যাচ্ছি, পরিবর্তন নিয়ে আসাই আমাদের মূল এবং প্রথম লক্ষ্য। এখন সময় এক সাথে মাথা উঁচু করে দাঁড়াবার।

#

তথ্য সংগ্রহকারী

Edufy এমন একটি ক্লাউড- ভিত্তিক সফটওয়্যার যার মাধ্যমে আপনার তথ্য সংগ্রহ করা নিয়ে ভাবতে হবে না, এমনকি হার্ডওয়্যার ক্র্যাশের কারণে তথ্য হারানোর বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ... আপনার ডেটা আমাদের কাছে নিরাপদ এবং সুরক্ষিত, ঝুঁকিমুক্ত এবং যেকোনো জায়গা থেকে সহজেই অ্যাক্সেসযোগ্য।

#

সাশ্রয়ী

Edufy এর সাবস্ক্রিপশন-ভিত্তিক মূল্যের মডেল রয়েছে যার ফলে আপনাকে কোনো অগ্রিম টাকা বা ইনস্টলেশন চার্জ দিতে হয় না। ... এবং আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সার্ভিস গ্রহন করতে পারবেন খুবই সামান্য মাসিক পেমেন্ট এর মাধ্যমে। আপনাকে শুধু লগইন করে ব্যবহার করতে হবে।

#

সহজে ব্যবহারযোগ্য

Edufy এমন একটি ব্যবহারকারী-বান্ধব সফটওয়্যার যা ব্যবহার করা সহজ ও পরিচালনা সহজ এবং কোন উল্লেখযোগ্য প্রশিক্ষণ ছাড়াই এটি সহজে বোঝা যায়। ... Edufy-এর সাহায্যে, শিক্ষার্থীরা তাদের অগ্রগতি ট্র্যাক করতে পারে এবং তাদের শিক্ষার সর্বোচ্চ সুবিধা নিতে পারে। সব স্তরের শিক্ষার্থীদের জন্য এটি একটি আদর্শ হাতিয়ার তাদের শিক্ষা কার্যক্রমকে আধুনিকায়ন করতে।

#

তথ্য স্থানান্তর

Edufy-তে তথ্য স্থানান্তর এর সুবিধা রয়েছে যার ফলে গ্রাহকদের বিভিন্ন সিস্টেমে তাদের বিদ্যমান ডেটা স্থানান্তর করতে দেয়। ... এবং একটি সিঙ্গেল স্যুইচ এর মাধ্যমে ডেটা স্থানান্তর করা যায় ফলে ডেটা হারিয়ে যাবার ভয়ও থাকেনা।

#

সার্বক্ষণিক সহযোগিতা

Edufy এর রয়েছে ডেডিকেটেড সাপোর্ট টিম যা আপনাদের জন্য সফটওয়্যার ব্যবহার এবং ইনস্টলেশন সম্পর্কে জানতে সহায়তা করে। ... গ্রাহকদের প্রয়োজনীয় সাহায্য দ্রুত ও সহজে পেতে এবং যেকোন সমস্যা দেখা দিলে তার তাৎক্ষণিক সমাধান করতে সাহায্য করতে পারে।

#

লাইফটাইম আপডেট

Edufy সফ্টওয়্যারটিতে একটি লাইফটাইম আপডেট সিস্টেম রয়েছে যা গ্রাহকদের সর্বশেষ পরিবর্তন এবং উন্নতির সাথে তাদের সফ্টওয়্যার আপ টু ডেট রাখে। ... ফলে গ্রাহকদের জন্য সফ্টওয়্যারটি দক্ষতার সাথে এবং নিরাপদে ব্যবহার সহজ করে তোলে।

#

তথ্য নিরাপত্তা

Edufy এর রয়েছে অসাধারণ ডেটা সুরক্ষা ব্যবস্থা ফলে অনলাইন ব্যবহারকারীদের তাদের অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান এর কার্যক্রমগুলো নিরাপদে সংরক্ষণ এবং অ্যাক্সেস করতে দেয়। ... এই বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের তাদের ডেটা প্রকাশের মাত্রা নিয়ন্ত্রণ করতে দেয় এবং অবৈধ ব্যবহার থেকে রক্ষা করতে সহায়তা করে।

#

প্রশিক্ষণ

Edufy এর বিশেষ প্রশিক্ষণ টিম রয়েছে যারা সমস্ত গ্রাহকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে। মৌলিক প্রশিক্ষণের জন্য গাইডবুক এবং নির্দেশনামূলক ভিডিও সরবরাহ করা হয়। ... এছাড়া একক অথবা গ্রুপ আকারে প্রশিক্ষণ সেশন প্রদান করা হয় এবং প্রযুক্তি বিষয়ে গ্রাহকদের সহায়তা করার জন্য বিশেষ সেশনের ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশে ১০০ টিরও বেশি প্রতিষ্ঠান দ্বারা বিশ্বস্ত

#
#
#
#
#
#

আমাদের মোবাইল অ্যাপ ব্যবহার করে দেখুন এবং সবার সাথে সংযুক্ত থাকুন।

Edufy মোবাইল অ্যাপ ব্যবহার করে বিশ্বের যে কোনো স্থান থেকে শিক্ষা কার্যক্রম এবং অন্যান্য তথ্য ও প্রতিবেদন পরিচালনা করুন মুহূর্তেই। আপনার স্কুলের সম্পূর্ণ ক্রিয়াকলাপকে পর্যবেক্ষণ করা এখন আপনার নখদর্পণে।

  • ভর্তি কার্যক্রম
  • উপস্থিতি রিপোর্ট
  • ক্লাসের রুটিন
  • স্বয়ংক্রিয় অর্থ প্রদান ও সংগ্রহ
  • নোটিশ ও মেসেজিং
  • আরো
#
#

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন গুলো -

আমাদের গ্রাহকদের জন্য প্রয়োজনীয় দিকগুলোর সম্পর্কে ধারণা যা আমাদের সেবা সম্পর্কে জানতে সহায়তা করবে, গ্রাহক সেবার সন্তুষ্টি আমাদের কামনা।

Edufy হল একটি একাডেমিক ম্যানেজমেন্ট সফ্টওয়্যার যা আপনাকে আপনার শিক্ষা প্ৰতিষ্ঠানের সমস্ত কাজ ডিজিটালাইজড, দ্রুত এবং দক্ষতার সাথে পরিচালনা করতে সাহায্য করে। সফ্টওয়্যারটি উপস্থিতি, পরীক্ষার সময়সূচী, শিক্ষকদের বিবরণ, ফি বিবরণ এবং রিপোর্ট তৈরী সহ সঠিক তথ্য সরবরাহ করে।

যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটালাইজড করার জন্য Edufy সফটওয়্যার ব্যবহার করতে পারে। সফ্টওয়্যারটি কিন্ডারগার্টেন, প্রাথমিক/মাধ্যমিক বিদ্যালয় এবং এমনকি মাদ্রাসা ও ব্যবহার করতে পারবে।

বছরের পর বছর গবেষণার মাধ্যমে ডিজাইন করা এবং বিকশিত সফ্টওয়্যারটি শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত মূল কার্যক্রমকে ঘিরে ২৭টি ভিন্ন মডিউল দিয়ে সজ্জিত। যা ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস এবং সাধ্যের মধ্যে এছাড়াও সবচেয়ে শক্তিশালী ও স্কেলেবল স্কুল ম্যানেজমেন্ট সফ্টওয়্যার যা আপনি যখন যেখানে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারছেন এবং কোনো তথ্য হারিয়ে যাবার ভয়ও থাকছে না।

Edufy গ্রাহকদের ডেটা 100% সুরক্ষিত এবং গোপনীয় রাখে। সফ্টওয়্যারটি একটি ডেটা ব্যাকআপ সুবিধা দিয়ে তৈরি করা হয়েছে, যা আমাদের গ্রাহকরা সহজেই পুনরুদ্ধার করতে পারে।

আমরা সার্বক্ষণিক সাপোর্ট পরিষেবা অফার করি। আপনার যেকোনো সমস্যা আমাদের জানানো মাত্রই আমাদের অভিজ্ঞ সাপোর্ট টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার সমস্যার সমাধান করবে।

আমরা অনলাইন পেমেন্ট গ্রহণ করি যেখানে গ্রাহকদের সুবিধা অনুযায়ী ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে অর্থ প্রদান করতে পারেন, এছাড়া মোবাইল ব্যাংকিং দিয়েও পেমেন্ট করা যায়।

অবশ্যই, আমাদের অভিজ্ঞ প্রশিক্ষকরা সফ্টওয়্যার বৈশিষ্ট্য, কীভাবে এটি ব্যবহার করতে হবে, কখন এটি ব্যবহার করতে হবে ইত্যাদি সম্পর্কে সম্পূর্ণ প্রশিক্ষণ প্রদান করবে৷ প্রশিক্ষণটি ক্লায়েন্টের সুবিধা অনুসারে ফোনে বা ব্যক্তিগতভাবে গ্রহণ করতে পারবে।

গ্রাহকে সন্তুষ্টজনক সেবা প্রদান করা আমাদের উদেশ্য। তবে যদি আপনি মনে করেন যে সফ্টওয়্যারটি ব্যবহারের পরে আপনার প্রয়োজন অনুসারে আপনি সেবা পাচ্ছেন না এবং আপনি সদস্যতা ত্যাগ করতে চান, আমরা আপনাকে সম্পূর্ণ অর্থ ফেরত নিশ্চিত করতে পারি।
#

100+

স্কুল নিবন্ধন

#

15000+

শিক্ষার্থী নিবন্ধন

#

700+

শিক্ষক নিবন্ধন

#

6000+

অভিভাবক নিবন্ধন

গ্রাহকদের অভিজ্ঞতা

আমাদের মূলবান গ্রাহক যারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। আপনাদের সময় এর সাথে গিয়ে যেতে পাশে থেকে সাহায্য করা এই আমাদের অঙ্গীকার।

#

কাজী রাহিম

শিক্ষক “মাদারীপুর আইডিয়াল স্কুল এবং কলেজ”

Edufy সফটওয়্যার এর দিয়ে খুব সহজেই আমি আমার স্কুলের যাবতীয় কাজ সহজ এবং দ্রুততার সাথে সম্পাদন করতে পারি। এই সফটওয়্যার ব্যবহারে নির্ভুলভাবে আমার সকল কাজ সময়ের মধ্যে করতে পারি ফলে শিক্ষার পরিচালনা এখন আরো অনেক সহজ হয়ে গিয়েছে আমার জন্য।

#

মোঃ ইব্রাহিম আলী

শিক্ষক “হরিপুর মডেল স্কুল”

এই সফটওয়্যার ব্যবহার এর পর এখন আমার স্কুল পরিচালনার কাজ যেমন সহজ হয়েছে ঠিক তেমন ভাবে আমি যেকোনো জায়গা থেকে স্কুল কার্যক্রম পরিচালনা করতে পারি এবং কাজ ভাগ করতে পারি প্রয়োজন অনুযায়ী।

#

মোঃ জুয়েল

শিক্ষক “সানসাইন কিন্ডারগার্ডেন স্কুল”

একজন শিক্ষক হিসেবে আমার এই সফটওয়্যারটি খুব ভালো লেগেছে, Edufy দিয়ে খুব সহজেই আমি আমার কাজ গোছাতে পারি এবং ক্লাস টেস্ট এবং নাম্বার ইভ্যালুয়েশন করতে পারি সহজেই। আমার সকল শিক্ষাথীদের মনিটরিং করতে পারি অ্যাপ ব্যবহার করে।

#

মুফতি আসাদুজ্জামান

শিক্ষক “মাদ্রাসাতুল ইতিসাম”

আমার কাছে খুব ভালো লেগেছে Edufy সফটওয়্যারটি, এটি খুব গোছানো এবং আমার মাদ্রসা ব্যবস্থাপনায় অনেক সহায়তা করেছে। মাদ্রাসার ছাত্রদের পর্যবেক্ষণ সহ তাদের সকল প্রয়োজনীয় বিষয় গুলো ট্র্যাক রাখে। মাদ্রাসা পরিচালনার জন্য আমি এই সফটওয়্যারটি ব্যবহার করার কথা বলবো।