Edufy-তে ডিজিট্যালি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ম্যানেজ করা এখন খুব সহজ

একটা সময় ছিল যখন তথ্য এবং যোগাযোগ ব্যবস্থা ছিল দুর্বল মানুষ চাইলেই কারো সম্পর্কে জানতে পারতো না, কালের বির্বতনে যোগাযোগ ব্যবস্থা সহজ হলেও আমরা অনেক ক্ষেত্রে এখনও এনালগ বা হাতেকলমে কাজ করে যাচ্ছি। ঠিক তেমনি স্কুল, কলেজ বা মাদ্রাসা সব জায়গায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো সেই পুরোনো পদ্ধতিতেই স্কুল পরিচালনা করছে যার ফলে অধিক কর্মী নিয়োগ দেয়ার পরেও কার্য পরিচালনায় সময় বেশি লাগছে এবং ভুল হবার সম্ভাবনাও থেকে যাচ্ছে আবার কোনো দুর্যোগে যেই সকল প্রয়োজনীয় তথ্য এবং কাগজপত্রগুলো হারিয়ে যাচ্ছে। শিক্ষার্থী ভর্তি করানো থেকে শুরু করে ক্লাস রুটিন বানানো, এটেন্ডেন্স নেয়া, বাড়ির কাজ দেয়া বা শিক্ষার্থী মূল্যায়ন করা, পরীক্ষা আয়োজন করা সব এখনোও হাতেকলমে কাগজের ব্যবহার হয়। এমনকি সকল ধরণের নোটিশ দেখার জন্য নোটিশ বোর্ডে গিয়ে দেখতে হয়, সেই সাথে লাইনে দাঁড়িয়ে বেতন দিতে হয়।

Edufy হল এমন একটি একাডেমিক ম্যানেজমেন্ট সফ্টওয়্যার যা আপনাকে আপনার শিক্ষা প্ৰতিষ্ঠানের সমস্ত কাজ ডিজিটালাইজড, দ্রুত এবং দক্ষতার সাথে পরিচালনা করতে সাহায্য করে। যেখানে আপনি আপনার প্রয়োজনীয় সকল সহযোগিতা পাবেন। আপনার জন্য সাশ্রয়ী, সহজে ব্যবহারযোগ্য, তথ্য সংগ্রহকারী একটি সফ্টওয়ার যেখানে এক ছাদের নিচে সকল সুবিধা পাওয়া যাবে। স্কুলের সকল দরকারি তথ্য গুলো থাকবে নিরাপদ এবং সংরক্ষিত যা কখনো নষ্ট বা হারিয়ে যাবার ভয় থাকবে না এবং যখন যেখানে প্রয়োজন অ্যাক্সেস করা যাবে। সেই সাথে সার্বক্ষণিক সহযোগিতা, প্রশিক্ষণ এবং প্রয়োজন অনুসারে কাস্টমাইজেশন করা যায়। তাই চলুন এক সাথে শিক্ষার গ্রহণের দুনিয়াকেও ডিজিটাল করা যাক।

#
#

সাশ্রয়ী মূল্যে সহজ সমাধান Edufy

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটালাইজ করার জন্য Edufy একটি বিশস্ত নাম। এতে যেমন প্রতিষ্ঠানের ঝামেলা দূর হয়েছে, তেমনি স্কুলের খরচও কমিয়ে দিচ্ছে। প্রথমত, সফ্টওয়্যার ব্যবহারের মাধ্যমে ম্যানুয়ালি রক্ষণাবেক্ষণের জন্য যে পরিমাণ সময়ের প্রয়োজন ছিল তা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে এবং স্টেশনারি খরচ প্রায় নেই বললেই চলে। সময়ের মধ্যে নিভুল কাজ করতে পারা এবং সকল তথ্য এবং রিপোর্ট সংগ্রহ করে যা নিরাপদ ও হারিয়ে যাবার ভয় থাকে না। এছাড়া মোবাইল অ্যাপ এর মধ্যে সার্বক্ষনিক পর্বেক্ষন এবং কাজ করা আরো সহজ। Edufy এর প্যাকেজ এবং মূল্য ছোট বড়ো সব ধরণের প্ৰতিষ্ঠানগুলোর কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। মাসিক সাবস্ক্রিপশনের ভিত্তিতে অর্থপ্রদানের ব্যবস্থা থাকায় সমস্ত ছোট-বড় প্রতিষ্ঠানের নাগালের মধ্যে। এবং আপনি শুধুমাত্র আপনার বর্তমান কার্যক্রম এর উপর ভিত্তি করে শুধুমাত্র প্রয়োজনীয় মডিউলগুলির জন্য অর্থ প্রদান করতে পারেন। আমরা চাই দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজ হোক, সবাইকে সন্তুষ্টজনক সেবা দেয়াই আমাদের উদ্দেশ্য।